Pages

Saturday, November 30, 2013

Jackpot _ Kabhi jo baadal barse

Kabhi jo baadal barse
Main dekhun tujhe aankhen bhar ke
Tu lage mujhe pahli barish ki dua...

Tere pahlu mein reh loon
Main khud ko pagal keh loon
Tu gham de ya khushiyaan
Seh loon sathiya...

Sunday, November 17, 2013

পরী- শিরোনামহীন


তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি।
তুমি আমার পথেরও শেষ
তুমি সর্বনাশী।

আততায়ী- শিরোনামহীন


সেদিন ঝড়ের রাতে, আততায়ী খুন হয়ে গেলো প্রেমিকার হাতে
সেদিন মধ্য দুপুরে, স্বপ্নের নায়ক থমকে গেলো নগরীর পথে।

অজস্র তারার ভিড়ে, দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট
অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,
বেপরোয়া উত্তাপে, ভেঙ্গেচুরে আততায়ী রাত।

যদি মন কাঁদে

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।।

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়।

মনে কী দ্বিধা


মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে।।

ওগো তোরা কে যাবি পারে


ওগো, তোরা কে যাবি পারে।
আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে।।
ও পারেতে উপবনে
কত খেলা কত জনে,
এ পারেতে ধু ধু মরু বারি বিনারে।।

শাঙনগগনে ঘোর ঘনঘটা


শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ।

এসো আমার ঘরে


এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তর।।
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।

ও যে মানে না মানা


ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে, না, না, না।
যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি
মুখপানে চেয়ে বলে, না, না, না।

আমার যাবার বেলায়


আমার যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে।।

বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি।
বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে।।

ও চাঁদ চোখের জলের


ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে,
হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পার।।

আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে;
তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্‌ অচেনার ধারে।।

যদি তোর ডাক শুনে কেউ না আসে


যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।।

যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে।।

নূপুর বেজে যায় রিনিরিনি


নূপুর বেজে যায় রিনিরিনি।
আমার মন কয়, চিনি চিন।।

গন্ধ রেখে যায় মধুবায়ে মাধবীবিতানের ছায়ে ছায়ে,
ধরণী শিহরায় পায়ে পায়ে, কলসে কঙ্কণে কিনিকিন।।

আমার বেলা যে যায়


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।।
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।।

সুন্দর বটে তব অঙ্গদখানি


সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত।।
খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে।